নারায়ণগঞ্জে ডাকাতি মামলায় যুবদল নেতাসহ ১০ জনের কারাদণ্ড

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার একটি ডাকাতির মামলায় ১০ জনের প্রত্যেককে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মমিনুল হক এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন জানান, দণ্ডপ্রাপ্তরা হলেন—নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার (৪৫), নুরুদ্দিন ওরফে বছির ওরফে বিশু (৫৪), সুমন মিয়া (৪১), মনির হোসেন ওরফে তল্লা মনির (৬৩), আবুল কালাম (৫৪), আসলাম (৫৪), মামুন (৪৯), বিল্লাল (৪৯), কানা ইসলাম (৪৯) ও মাসুম ওরফে নোয়াখাইল্লা মাসুম (৪৪)।

রায় ঘোষণার সময় আনোয়ার, নুরুদ্দিন, সুমন, আসলাম ও মামুন আদালতে উপস্থিত ছিলেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৬ সালের ৩০ জুলাই দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এনায়েতনগর এলাকার একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন বাড়ির মালিক অ্যাডভোকেট মো. মফিজুল ইসলাম অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন।

এপিপি ওমর ফারুক বলেন, 'তদন্ত শেষে পুলিশ ১২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। রায়ে তাদের মধ্যে ১০ জনের প্রত্যেককে সাত বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।'

Comments

The Daily Star  | English

Millions mourn

The entire city stood in solemn tribute to Bangladesh’s first female prime minister yesterday.

5h ago