খাগড়াছড়িতে বিজিবি-ইউপিডিএফ ‘গোলাগুলি’র পর অস্ত্র-গুলি উদ্ধার

ইউপিডিএফ সদস্যরা পালিয়ে যাওয়ার পর তল্লাশি করে অস্র-গুলি উদ্ধার করে বিজিবি। ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ইউপিডিএফের সঙ্গে বিজিবির গোলাগুলির ঘটনা ঘটেছে। 

এরপর সীমান্তবর্তী তাইন্দং ইউনিয়নের তং এলাকা থেকে ২টি রাইফেল, ১টি পিস্তল, ১টি শটগান ও ১৬টি গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড পুলিশ (বিজিবি)। 

বিজিবি যামিনী পাড়া জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন দ্য ডেইলি স্টারকে গোলাগুলি ও অস্ত্র উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সোমবার ভোররাত সাড়ে ৩টার দিকে এসব অস্ত্র-গুলি উদ্ধার হয়। 

লেফটেন্যান্ট কর্নেল খালিদ বলেন, 'গোলাগুলির এক পর্যায়ে ইউপিডিএফ সদস্যরা পালিয়ে যান। এ সময় আশপাশে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র-গুলি উদ্ধার হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।'

তবে গোলাগুলির বিষয়টি অস্বীকার করে ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা ডেইলি স্টারকে বলেন, 'আমাদের দলের সঙ্গে বিজিবির গোলাগুলি হয়নি। দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে।'

জানতে চাইলে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌফিকুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'পুলিশকে এখন পর্যন্ত এ বিষয়ে জানানো হয়নি। অবহিত করা হলে নিয়মানুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English

India beat South Africa to win first Women's World Cup title

Shafali Verma and Deepti Sharma starred with both bat and ball to propel India to their first Women's World Cup title with a 52-run win over South Africa on Sunday.

7h ago