যৌথবাহিনীর অভিযানের ২১ দিনে ২১৬ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৯২

প্রতীকী ছবি

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনীর চলমান অভিযানে সারাদেশে গত ২১ দিনে ২১৬টি অস্ত্র উদ্ধার ও ৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

পুলিশ সদরদপ্তর সূত্রের বরাতে মন্ত্রণালয় জানায়, অভিযানে এ পর্যন্ত ১১টি রিভলভার, ৬২টি পিস্তল, ১৩টি রাইফেল, ২৮টি শটগান, ৬টি পাইপগান, ২৩টি শুটারগান, ২০টি এলজি, ৩১টি বন্দুক, একটি একে-৪৭, দুটি গ্যাসগান, একটি চাইনিজ রাইফেল, ৪টি এয়ারগান, দুটি টিয়ার গ্যাস লঞ্চার, ৫টি এসএমজি, ৫টি এসবিবিএল এবং দুটি থ্রি-কোয়ার্টার উদ্ধার করা হয়েছে।

সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি, আনসার, কোস্টগার্ড ও র‌্যাবের সমন্বয়ে যৌথবাহিনী গত ৪ সেপ্টেম্বর থেকে অভিযান পরিচালনা করে যাচ্ছে।

Comments

The Daily Star  | English

Ducsu election sees spontaneous turnout of voters

Ducsu election is being held at eight centres of the campus with nearly 40,000 registered voters and 471 candidates vying for 28 central posts.

1h ago