গোয়ালন্দে নুরাল পাগলার ভক্তকে হত্যার ঘটনায় মামলা, আসামি ৪ হাজার
রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা ও ভক্ত রাসেল মোল্লাকে (২৮) পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এতে অজ্ঞাতনামা প্রায় চার হাজার জনকে আসামি করা হয়েছে। নিহত রাসেলের বাবা মো. আজাদ মোল্লা বাদী হয়ে গতকাল সোমবার রাতে গোয়ালন্দ ঘাট থানায় মামলাটি করেন।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ-উল-আলম আজ মঙ্গলবার দুপুরে দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলায় হত্যা ছাড়াও অগ্নিসংযোগ, মরদেহ বিকৃত করা, ভাঙচুর ও চুরির অভিযোগ আনা হয়েছে। এ মামলায় লতিফ ইমাম ও আসলাম শেখ নামের দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ জানায়, এর আগে পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এ নিয়ে দুটি মামলায় এখন পর্যন্ত মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হলো।
গত শুক্রবার জুমার নামাজের পর 'ঈমান-আকিদা রক্ষা কমিটি'র সমাবেশ থেকে কয়েক হাজার মানুষ মিছিল নিয়ে নুরাল পাগলার দরবারে হামলা চালায়। এ সময় তারা দরবারে আগুন ধরিয়ে দেয়। বাধা দিতে গেলে দরবারের ভক্তদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। সংঘর্ষে রাসেল মোল্লা নিহত হন এবং উভয় পক্ষের শতাধিক ব্যক্তি আহত হন। একপর্যায়ে হামলাকারীরা নুরুল হকের মরদেহ কবর থেকে তুলে ঢাকা-খুলনা মহাসড়কে এনে পুড়িয়ে দেয়।


Comments