সালমান শাহর মৃত্যুর মামলার রিভিউ শুনানি পেছাল

salman shah
অভিনেতা সালমান শাহ। ছবি: সংগৃহীত

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় করা মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দাখিল করা চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে দায়ের করা রিভিশনের শুনানি আগামী ১৩ অক্টোবর পর্যন্ত মুলতবি করেছেন আদালত।

ওই প্রতিবেদনে বলা হয়েছিল, ১৯৯৬ সালে চিত্রনায়ক সালমান শাহ আত্মহত্যা করেছিলেন।

আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দেন।

শুনানির সময় বাদীপক্ষের আইনজীবী সময় চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

আজকের শুনানিতে সালমান শাহর মামা আলমগীর কুমকুম আদালতে উপস্থিত ছিলেন।

২০২২ সালের ১২ জুন সালমান শাহর মা নীলা চৌধুরী ঢাকার একটি মহানগর হাকিম আদালতের আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করেন। ওই আদেশে পিবিআইয়ের প্রতিবেদন গ্রহণ করা হয়েছিল।

এর আগে ২০২১ সালের ৩০ অক্টোবর ঢাকা মহানগর হাকিম মো. মামুনুর রশিদ বাদীপক্ষের 'নো কনফিডেন্স' আবেদন খারিজ করে প্রতিবেদন গ্রহণের নির্দেশ দেন।

তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক সিরাজুল ইসলাম ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ৬০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেন। সেখানে উল্লেখ করা হয়, সালমান শাহ হত্যা করা হয়নি, তিনি আত্মহত্যা করেছেন।

সালমান শাহ নব্বইয়ের দশকে বাংলা চলচ্চিত্রে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটন রোডের বাসায় ২৫ বছর বয়সে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

পরে সালমানের বাবা অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেন।

১৯৯৭ সালে মামলার সালমানের ভক্ত রেজভি আহমেদ ওরফে ফরহাদকে গ্রেপ্তার করা হয় এবং মামলাটি 'অস্বাভাবিক মৃত্যু' থেকে 'খুনের মামলাতে' রূপ নেয়। তবে রেজভি পরে পুলিশের কাছে দেওয়া তার স্বীকারোক্তি প্রত্যাহার করে নেন।

এরপর ডিবি, সিআইডি ও একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি তদন্ত করে জানায়, এটি একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। কিন্তু সালমানের পরিবার তা মেনে নেয়নি।

২০১৬ সালের আগস্টে ঢাকার একটি আদালত পিবিআইকে পুনরায় তদন্ত করার নির্দেশ দেয়।

পিবিআই কর্মকর্তারা জানান, সে সময়ের ক্যান্টনমেন্ট থানার কর্মকর্তারা পরে বিভাগীয় শাস্তির মুখোমুখি হন। সালমানের মৃত্যু নিয়ে ওঠা সব প্রশ্ন ও জিজ্ঞাসাকে বিবেচনায় নিয়ে পিবিআই তদন্ত করে।

Comments

The Daily Star  | English

Victory day today: A nation born out of blood and grit

The tide of war had turned by mid-December in 1971. The promise of freedom was no longer a dream. It had hardened into tangible certainty.

7h ago