সালমান শাহর মৃত্যু: মামলা পুনরায় তদন্তের নির্দেশ

salman shah
প্রয়াত অভিনেতা সালমান শাহ। ছবি: সংগৃহীত

অভিনেতা সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা অপমৃত্যুর মামলাটি হত্যা মামলা হিসেবে এজাহারভুক্ত করার নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এই নির্দেশ দেওয়া হয়েছে।

একইসঙ্গে মামলাটি পুনরায় তদন্ত-পূর্বক প্রতিবেদন দাখিল এবং মামলায় সালমান শাহর ভক্ত রেজভী আহমেদ ওরফে ফরহাদের দেওয়া জবানবন্দি সাক্ষ্য হিসেবে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

সালমান শাহর মা নীলা চৌধুরীর আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক জান্নাতুল ফেরদৌস ইবনে হক এই আদেশ দেন।

আদেশে বিচারক বলেন, এটি একটি চাঞ্চল্যকর মামলা এবং ঘটনাটির রহস্য উদঘাটনের জন্য মামলাটি পুনরায় তদন্ত করা প্রয়োজন।

২০২২ সালের ১২ জুন ঢাকার এক মহানগর হাকিমের চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের আদেশের বিরুদ্ধে পুনর্বিবেচনার আবেদন করেন নীলা চৌধুরী।

ঢাকার মহানগর হাকিম মো. মামুনুর রশিদ ২০২১ সালের ৩০ অক্টোবর আসামিপক্ষের অনাস্থা আবেদন খারিজ করে ওই আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক সিরাজুল ইসলাম ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ৬০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেন, যেখানে উল্লেখ করা হয় সালমানকে হত্যা করা হয়নি, তিনি আত্মহত্যা করেছেন।

শাহরিয়ার চৌধুরী ইমন, চলচ্চিত্রে যিনি সালমান শাহ নামে পরিচিত ছিলেন, নব্বইয়ের দশকে দর্শকদের মধ্যে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ২৫ বছর বয়সে ঢাকার ইস্কাটন রোডের বাসায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

পরে এই ঘটনায় তার বাবা একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করেন।

১৯৯৭ সালে রেজভী আহমেদ ওরফে ফরহাদ নামে সালমানের এক ভক্তকে এই মামলায় গ্রেপ্তার করা হয়। এরপর মামলাটি 'অপমৃত্যু' থেকে 'হত্যা' মামলায় রূপ নেয়। পরে রেজভী পুলিশের কাছে দেওয়া তার জবানবন্দি প্রত্যাহার করে নেন।

পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও সিআইডি এবং বিচার বিভাগীয় তদন্ত কমিটি মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেয় যে, এটি একটি অপমৃত্যুর ঘটনা। তবে সালমান শাহর পরিবার সেই প্রতিবেদন প্রত্যাখ্যান করে।

২০১৬ সালের আগস্টে ঢাকার একটি আদালত পিবিআইকে মামলাটি পুনরায় তদন্ত করার নির্দেশ দেয়।

পিবিআই কর্মকর্তারা জানান, সে সময়ের ক্যান্টনমেন্ট থানার কর্মকর্তারা পরে বিভাগীয় শাস্তির মুখে পড়েন। সালমান শাহর মৃত্যু নিয়ে ওঠা সব প্রশ্ন বিবেচনায় নিয়েই পিবিআই তদন্ত পরিচালনা করে।

Comments