শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণা ১৩ নভেম্বর

শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা
শেখ হাসিনা। ফাইল ছবি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দুই ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখ আগামী ১৩ নভেম্বর জানাবেন বিচারক।

আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার এ ঘোষণা দেন।

তিনি বলেন, '১৩ নভেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হবে এবং তার অল্প সময়ের মধ্যেই রায় ঘোষণা করা হবে।'

আজ রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান যুক্তি উপস্থাপন করে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আইনের সর্বোচ্চ শাস্তির আবেদন জানান।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলামও সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং আসামি পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর কিছু বক্তব্যের জবাব দেন।

তিনি বলেন, 'প্রসিকিউশন স্পষ্টভাবে প্রমাণ করতে পেরেছে যে অভিযুক্ত দুজন মানবতাবিরোধী অপরাধে যুক্ত ছিলেন। তাই আমরা তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।'

এরপর রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী আমির হোসেন ট্রাইব্যুনালের চেয়ারম্যানের কাছে কিছু বলার আবেদন করেন। অনুমতি পেলে তিনি বলেন, 'আমিও ন্যায়বিচার চাই। আমি বিশ্বাস করি, ন্যায়বিচার হলে আমার মক্কেলরা খালাস পাবেন।'

মামলার তৃতীয় আসামি রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, 'আমাদের বিশ্বাস মামুন সম্পূর্ণ সত্য তথ্য দিয়েছেন। তার বিষয়ে সিদ্ধান্ত ট্রাইব্যুনালের বিবেচনাধীন।'

Comments

The Daily Star  | English

Undefeated, unmatched

Khaleda Zia's enviable election record testifies to her popularity

1h ago