নিরাপত্তার চাদরে ঢাকা, দেখুন ছবিতে
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা বাড়ানো হয়েছে।
দিনটি ঘিরে দিনটি ঘিরে 'ঢাকা লকডাউন' কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এমন পরিস্থিতিতে যেকোনো নাশকতা ঠেকাতে নগরজুড়েও নিরাপত্তা বাড়ানো হয়েছে।
গতকাল বুধবার থেকেই রাজধানীর প্রবেশপথগুলোয় বিভিন্ন চেকপোস্টে গণপরিবহন আর সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজও তল্লাশি চলছে।
সড়কে দায়িত্ব পালন করছেন পুলিশের সদস্যরা। এর বাইরে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরাও আছেন। আজ সকালে ঢাকার সড়কে যানবাহন চললেও গণপরিবহনের সংখ্যা কম। সড়কে ব্যক্তিগত গাড়ির সংখ্যা তুলনামূলক বেশি।


Comments