২০ নতুন এসপিসহ ৬৪ জেলায় রদবদল, ওসিদের বদলিও লটারিতে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৬৪টি জেলার পুলিশ সুপারদের (এসপি) পুনর্বিন্যাস করেছে সরকার।

আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে। এতে উল্লেখ করা হয়েছে, এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে অনুসারে, অন্তত ৪৪ জন বর্তমানে বিভিন্ন জেলায় এসপি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে গত সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি পদ্ধতিতে এই রদবদল করা হয়। সে সময় প্রধান উপদেষ্টার কার্যালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের পাশাপাশি পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিন কৃষি মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, জেলার আয়তন নয়, বরং আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নির্ভর করে তিনটি ক্যাটাগরিতে জেলা নির্ধারণ করা হয়েছে। এরপর লটারি করা হয়েছে।

নির্বাচনের আগে লটারির মাধ্যমেই বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে রদবদল করা হবে বলেও এ সময় জানান তিনি।

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

7h ago