বাগেরহাট-গাজীপুরের সংসদীয় আসন আগের মতোই থাকছে
বাগেরহাটের সংসদীয় আসন চারটি থেকে কমিয়ে তিনটি এবং গাজীপুরের সংসদীয় আসন পাঁচটি থেকে বাড়িয়ে ছয়টি করে নির্বাচন কমিশনের প্রকাশ করা গেজেট 'অবৈধ' ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট।
আজ বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটি বেঞ্চ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে দায়ের করা লিভ টু আপিল আবেদন খারিজ করে দেন।
এক রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট ১০ নভেম্বর ইসির গেজেট বিজ্ঞপ্তি অবৈধ ঘোষণা করেন এবং কমিশনকে জেলাগুলোর নির্বাচনী এলাকা আগের মতো করার নির্দেশ দেন।
বিচারপতি শশাঙ্ক শেখর সরকার এবং বিচারপতি ফয়সাল হাসান আরিফের বেঞ্চ ইসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের শুনানি শেষে এ রায় দেন।


Comments