বাগেরহাটে ৪, গাজীপুরে ৫ আসন পুনর্বহাল করে ইসির সংশোধিত গেজেট

বাগেরহাটের সংসদীয় আসন সংখ্যা তিন থেকে বাড়িয়ে আবার চারটি করা হয়েছে এবং গাজীপুরের আসন সংখ্যা ছয় থেকে কমিয়ে পাঁচ করা হয়েছে।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

গত বুধবার বাগেরহাটের আসন চার থেকে তিনে কমানো ও গাজীপুরের আসন পাঁচ থেকে ছয়ে বাড়িয়ে ইসির গেজেট জারিকে 'অবৈধ' ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় বহাল রাখে সুপ্রিমকোর্ট।

এর আগে, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ৩০০টি আসনের সীমানা চূড়ান্ত করে, যেখানে ১৬ জেলার ৪৬টি আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হয়।

খসড়া সীমানা নিয়ে প্রাপ্ত দাবি, আপত্তি, সুপারিশ ও মতামতের ভিত্তিতে ইসি ২৪ আগস্ট থেকে চার দিন শুনানি করে। ৩৩ জেলার ৮৪টি আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে এসব শুনানি অনুষ্ঠিত হয়।

পরে ৩০ জুলাই খসড়া প্রকাশিত হয়। এরপর মোট ১ হাজার ১৮৫টি আপত্তি এবং ৭০৮টি সুপারিশ জমা পড়েছিল।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

1d ago