হোমনা থানা হেফাজতে থাকা নারী আসামির মরদেহ উদ্ধার

হোমনা থানা। ছবি: সংগৃহীত

কুমিল্লায় থানা হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে হোমনা থানা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত হামিদা ওরফে ববিতা (৩০) হোমনা উপজেলার ঘনিয়ারচর গ্রামের খলিল মিয়ার স্ত্রী।

তাকে আজ আদালতে সোপর্দ করার কথা ছিল।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানান।

তিনি বলেন, 'ওই নারী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।'

পুলিশ জানায়, গত বুধবার সকালে সতীনের ছেলে সায়মনকে (১১) ছুরিকাঘাত করেন হামিদা। এ ঘটনার পর স্থানীয়রা তাকে আটক করে গাছে বেঁধে রাখেন। খবর পেয়ে বিকেল ৫টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

আহত সায়মন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় তার চাচা স্বপন মিয়া বাদী হয়ে
রাতেই থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে হোমনা সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুল করিম জানান, ওই নারীর সঙ্গে তার ৪ বছরের শিশু ছিল,
তাই তাকে থানার নারী ও শিশু সহায়তা ডেস্কে রাখা হয়েছিল।

'যেহেতু থানা হেফাজতে তিনি আত্মহত্যা করেছেন, তাই বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবহিত করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য তার মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে', বলেন তিনি।

হোমনা থানার ওসি বলেন, 'যে কক্ষে ওই নারী আত্মহত্যা করেছেন সেই কক্ষের ভেতর সিসিটিভি ক্যামেরা ছিল না। তবে কক্ষের দরজায় ক্যামেরা ছিল।'

তিনি আরও বলেন, 'আমরা ঝুলন্ত ও মৃত অবস্থায় ওই নারীকে দেখতে পাই। তাই তাকে হাসপাতালে নেওয়া হয়নি। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।'

Comments

The Daily Star  | English
Sharif Osman Hadi dies in Singapore

Sharif Osman Hadi no more

Inqilab Moncho spokesperson dies in Singapore hospital

14h ago