থানায় ঘুমন্ত পুলিশ সদস্যের সঙ্গে গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি

ঘুমন্ত পুলিশ সদস্যের সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সেলফি। ছবি: সংগৃহীত

বন্দরনগরী চট্টগ্রামের পটিয়া থানায় ঘুমিয়ে থাকা এক পুলিশ সদস্যের সঙ্গে সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা।

পুলিশ হেফাজতে থেকে নিষিদ্ধ সংগঠনের নেতার এই ফেসবুক পোস্ট নিয়ে শুরু হয়েছে সমালোচনা।

গ্রেপ্তার শোয়েব-উল-ইসলাম মহিম পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি।

পুলিশ জানায়, গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে পটিয়া পৌরসভার কাগজীপাড়া এলাকা থেকে মহিমকে গ্রেপ্তার করা হয়। বিজয় দিবস উপলক্ষে যুবলীগের কর্মসূচিতে অংশ নেওয়ায় তাকে আটক করে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে পটিয়া থানায় নেওয়া হয়।

এরপর থানায় ছবি তুলে কয়েকটি পোস্ট করেন ওই নেতা।

একটি পোস্টে তিনি লিখেছেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি পটিয়া থানায়। দেখা হবে আবারও, ফিরব বীরের বেশে কোনো একদিন।

এরপর তিনি থানায় ডিউটিরত অবস্থায় চেয়ারে ঘুমিয়ে যাওয়া এক পুলিশ কনস্টেবলের সঙ্গে তোলা সেলফি পোস্ট করেন। 

এর ক্যাপশনে লেখা ছিল, ঘুম ভালোবাসিরেএএএ…জীবন যেমনই হোক বিনোদন মিস করা যাবে না। 

এরপর থানার ভেতর হাতকড়া পরা অবস্থায় আরেকটি ছবি পোস্ট করে তিনি লেখেন, এই দিন দিন নয়, আরও দিন আছে।

এছাড়া থানা থেকেই তিনি তার বন্ধু তুহিনের সঙ্গে ভিডিও কলে কথা বলেন, যার স্ক্রিনশটও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানতে চাইলে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. রাসেল দ্য ডেইলি স্টারকে বলেন, 'গ্রেপ্তারের সময় মহিম কৌশলে তার মোবাইল ফোনটি লুকিয়ে রেখেছিলেন। পুলিশ তাকে থানায় রেখে অন্য অভিযানে গেলে, সেই সুযোগে তিনি ফোনটি ব্যবহার করেন। পরে বিষয়টি নজরে এলে পুলিশ তার মোবাইল ফোনটি জব্দ করে।'

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, 'মহিমকে ইতিমধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।'

Comments

The Daily Star  | English
Sharif Osman Hadi dies in Singapore

Sharif Osman Hadi no more

Inqilab Moncho spokesperson dies in Singapore hospital

13h ago