গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের অফিসে গুলি, ৪-এ গাড়ি ভাঙচুর

গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের অফিসে গুলি, ৪-এ গাড়ি ভাঙচুর
গাজীপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর অফিসে গুলি এবং গাজীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুর। ছবি: সংগৃহীত

গাজীপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর অফিসে গুলি এবং গাজীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সোমবার রাতে পৃথক দুটি আসনে এই ঘটনা ঘটে।

গাজীপুরের শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) রাজ্জাক দ্য ডেইলি স্টারকে জানান, সোমবার রাত ৯টার দিকে শ্রীপুর থানার মাওনা সলিংমোড় এলাকায় ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন সবুজের নির্বাচনী কার্যালয়ে গুলি ছোড়া হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

ইকবাল হোসেন সবুজ বলেন, 'আমি প্রশাসনকে বলব, অস্ত্রধারী ও নির্দেশদাতাকে বিচারের আওতায় আনা হোক।'

গাজীপুর-৪ (কাপাসিয়া উপজেলা) আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদের প্রচারণাকালে ঘাগটিয়া ইউনিয়নে কামারগাঁও এলাকায় হামলা ও গাড়ি ভাঙচুর হয়েছে।

সহকারী রিটার্নিং অফিসার ও কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী ডেইলি স্টারকে জানান, একটি ছবিতে দেখা গেছে, স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদের গাড়ি ভাঙচুর হয়েছে। অভিযোগ ও তদন্ত সাপেক্ষে এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আলম আহমেদের প্রধান সমন্বয়কারী আনিছুর রহমান আরিফ বলেন, 'পূর্বনির্ধারিত কর্মসূচিতে নৌকার সমর্থক ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ হিরণ মোল্লা ও তারেক হোসেন রিপনের নেতৃত্বে গাড়িতে হামলা ও ভাঙচুর হয়েছে।'

Comments

The Daily Star  | English

Groceries may cost less next year if dollar stays stable

Households in Bangladesh could spend less on everyday essentials such as sugar, wheat, lentils and edible oil next year, as the World Bank forecasts global prices to fall to their lowest level in six years.

6h ago