১০-এ ২ নম্বর পেয়ে গেছি, বাকি ৮ নম্বরও পেয়ে যাব, প্রধানমন্ত্রীর ভোট পেয়ে ফেরদৌস

 প্রধানমন্ত্রীর ভোট পেয়ে যা বললেন ফেরদৌস
ঢাকা-১০ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

রুপালি পর্দা থেকে রাজনীতিতে আসা আওয়ামী লীগ মনোনীত ঢাকা-১০ আসনের প্রার্থী ফেরদৌস আহমেদ জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ১০-এ ২ নম্বর পেয়ে গেছি, বাকি ৮ নম্বরও পেয়ে যাব।

আজ রোববার সকালে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ফেরদৌস বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসেছিলেন আমাকে ভোট দিতে। ঢাকা-১০ আসনের আমি মনোনয়ন পেয়েছি নৌকার পক্ষে, ইতোমধ্যে বাংলাদেশের সব মানুষ জানেন। প্রত্যেকে এটা জানেন কিন্তু অনেকেই এটা জানতেন না, প্রধানমন্ত্রী ও তার পরিবার আমার ভোটার।

'প্রধানমন্ত্রী এসেছিলেন ঠিক ৮টা বাজার ৫ মিনিট আগে; কারণ তিনি কথা দিয়েছিলেন, বুথ ওপেন হলে প্রথম ভোটটা উনি দেবেন। প্রধানমন্ত্রী এসেছেন, তার সঙ্গে এসেছেন তার কন্যা আমাদের পুতুল খালা—দুজন এসে আমাকে ভোট দিয়ে গেলেন। তার মানে আমি ইতোমধ্যে দুটি ভোট পেয়ে গেলাম। আমি কথা দিয়েছিলাম, ঢাকা-১০ কে বানাব ১০-এ ১০। তো ১০-এ ১০ এর মধ্যে দুনম্বর পেয়ে গেলাম। বাকি আট নম্বর ইনশাল্লাহ আমি আজকে সারা দিনের মধ্যে পেয়ে যাব,' বলেন তিনি।

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, 'আমি কথা দিয়েছিলাম প্রধানমন্ত্রীকে যে, আমি অনেক বেশি ভোট নিয়ে; চেষ্টা করব ৩০০ আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোট নিয়ে নৌকার বিজয় নিয়ে যাব সন্ধ্যা নাগাদ। দেখা যাক, সে কথা আমি কতটুকু রাখতে পারি।'

Comments

The Daily Star  | English
merging investment agencies in Bangladesh

Govt plans to merge six investment agencies. Will this yield desired benefits?

The government has decided to hire a foreign consulting firm to design the unification, said Bida officials.

11h ago