ইউপি নির্বাচন: আচরণবিধি ভাঙায় কুমিল্লায় আটক ৩, জরিমানা

কুমিল্লা
স্টার ডিজিটাল গ্রাফিক্স

কুমিল্লার বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি না মানায় ৩ জনকে আটক এবং ১০ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার সকালে ভাউকসার ইউনিয়নের চোত্তাপুকুরিয়া কেন্দ্রের সামনে থেকে ৩ জনকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা এ আদেশ দেন।

সোহেল রানা দ্য ডেইলি স্টারকে বলেন, 'নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বহিরাগতরা ভোট কেন্দ্রে প্রবেশ করছিলেন এমন সুনির্দিষ্ট অভিযোগে পুলিশ তাদের আটক করেছিল। পরবর্তীতে তাদের অর্থদণ্ডও দেওয়া হয়েছে।'

কুমিল্লার ৫টি উপজেলার মোট ১৭টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ চলছে আজ। ঘন কুয়াশা ও শীতের কারণে নির্বাচন শুরু হয় সকাল সাড়ে ৮টায়, শেষ হবে বিকেল সাড়ে ৪টায়।

কুমিল্লার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল কালাম জানান, ভোট গ্রহণ চলছে। ইভিএমে যদি কোনো সমস্যা হয় তাৎক্ষণিক টেকনিক্যাল টিম তা সমাধান করবে।

কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, যে কোনো মূল্যে শান্তিপূর্ণ নির্বাচন করতে প্রস্তুত প্রশাসন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

Comments

The Daily Star  | English

Not going anywhere till the job is done: Adviser Wahiduddin Mahmud

When asked about the chief adviser's resignation the adviser said, 'But he did not say he was leaving'

35m ago