৫ দিনের মধ্যে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা চেয়ে ইসির জরুরি চিঠি

আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা পাঠাতে দেশের সব জেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তাদের জরুরি নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বুধবার ইসি সচিবালয়ের উপসচিব মো. হুমায়ুন কবিরের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য 'ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৫' অনুযায়ী গত ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করে ইসি। পরে দাবি-আপত্তি নিষ্পত্তির পর ২০ অক্টোবর প্রাথমিকভাবে চূড়ান্ত তালিকা তৈরি করা হয়।

এই তালিকায় উল্লিখিত নীতিমালা অনুসারে কোনো পরিবর্তন, প্রতিস্থাপন বা সংশোধনের প্রয়োজন হলে তা আগামী ৫ কার্যদিবসের মধ্যে শেষ করতে দেশের সব সিনিয়র জেলা নির্বাচন অফিসার বা জেলা নির্বাচন অফিসারদের কাছে পাঠিয়েছে ইসি।

ইসির প্রকাশিত তালিকা অনুযায়ী, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের জন্য ৩০০ সংসদীয় আসনের জন্য মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১টি। 

এই ভোটকেন্দ্রগুলোতে পুরুষ ভোটকক্ষ ১ লাখ ১৫ হাজার ১৩৭টি। নারীদের ভোটকক্ষ ১ লাখ ২৯ হাজার ৬০২টি। সব মিলিয়ে মোট কক্ষের সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৬৪৯। 

ইসির হিসাব অনুযায়ী, গড়ে তিন হাজার ভোটারের জন্য একটি ভোটকক্ষ থাকবে।

Comments

The Daily Star  | English
Sharif Osman Hadi dies in Singapore

Sharif Osman Hadi no more

Inqilab Moncho spokesperson dies in Singapore hospital

13h ago