হাদিকে হত্যাচেষ্টা

তফসিল ঘোষণার পরদিন এমন ঘটনা মাথায় বাজ পড়ার মতো: সিইসি

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে ইসির বিশেষ বৈঠক। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিনই রাজধানীতে গুলির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। 

তিনি বলেন, এমন ঘটনা তার কাছে 'মাথার ওপর বাজ পড়ার মতো' মনে হয়েছে।

আজ রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকের শুরুতে সিইসি এসব কথা বলেন।

সিইসি বলেন, 'এই যে লাস্ট ফ্রাইডেতে যে ঘটনাটা ঘটে গেল, এটা তো আমার মাথার ওপর বাজ পড়ছে মনে হয়েছে আমার কাছে। আমি আগের দিন তফসিল ঘোষণা করলাম, পরের দিন কিন্তু এই ঘটনাটা ঘটে গেল। একদিকে এটা অত্যন্ত দুঃখজনক'।

তিনি বলেন, তফসিল ঘোষণার পরপরই এমন সহিংস ঘটনা নির্বাচনকালীন পরিবেশের জন্য উদ্বেগজনক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শুক্রবার দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। 

মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে বলে জানায় পুলিশ।

গুলিবিদ্ধ হওয়ার পর গুরুতর অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

Comments

The Daily Star  | English
Sharif Osman Hadi dies in Singapore

Sharif Osman Hadi no more

Inqilab Moncho spokesperson dies in Singapore hospital

13h ago