সরকারি কারখানার টিএসপি সারে ভেজাল

রাষ্ট্রায়ত্ত সার কারখানার টিএসপি সারে ভেজাল পাওয়া গেছে। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত সার কারখানা টিএসপি কমপ্লেক্স লিমিটেডের টিএসপি সারের নমুনা পরীক্ষা করে ভেজাল পাওয়া গেছে। এই রাসায়নিক সারের নমুনা পরীক্ষা করা হয় রাজশাহীর মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বিভাগীয় কার্যালয়ে।

পরীক্ষার ফলাফল থেকে জানা যায়, সারগুলো ভেজাল মিশ্রিত। বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন রাজশাহী মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।

তিনি বলেন, 'এই সারগুলোতে যথাযথভাবে রাসায়নিক উপাদানগুলো মিশানো হয়নি, যা সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর (খ) উপধারা মোতাবেক ভেজাল টিএসপি সার হিসেবে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। এর আগে সরকারি টিএসপি সারে কখনো ভেজাল পাওয়া যায়নি।'

এর আগে ভেজাল সন্দেহে টিএসপি কমপ্লেক্সের ১৮ ট্রাক ফসফেট সার গুদামে নেয়নি বগুড়া বাফার গোডাউন।

ট্রাকগুলো থেকে নমুনা সংগ্রহ করে গত ২৯ আগস্ট বগুড়া বাফার গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল রাজশাহীতে পাঠান।

আজ বৃহস্পতিবার সেই নমুনার ফল জানা যায়।

গত ২৮ ও ২৯ আগস্ট রাষ্ট্রায়ত্ত ফসফেট সার কারখানা টিএসপি কমপ্লেক্সে লিমিটেড চট্টগ্রাম থেকে বগুড়া সরকারি বাফার গুদামে পাঠানো মোট ১৮ ট্রাক (২৫২ টন) টিএসপি সার পাঠানো হয়। কিন্তু, ভেজাল সন্দেহে সেই সার আর গুদামে নেয়নি বগুড়া বাফার কর্তৃপক্ষ।

পরে টিএসপি কমপ্লেক্সের ৩ সদস্যের একটি তদন্ত দল বগুড়ায় এসে নমুনা সংগ্রহ করে নিয়ে যায়।

ওইসব নমুনার মধ্যে বাফার গুদামের ৭টি ট্রাকের নমুনার ফল আজ হাতে পাওয়া গেছে।

এই বিষয়ে জানতে চাইলে বাফার গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, 'আজ আমি অসুস্থ। আগামীকাল এই বিষয়ে হবে।'

ট্রিপল সুপার ফসফেট কমপ্লেক্স লিমিটেড বা টিএসপি কমপ্লেক্স লিমিটেড বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত সার উৎপাদনকারী প্রতিষ্ঠান। এটি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন।

Comments

The Daily Star  | English
july charter draft by national consensus commission

Complete reforms in 2yrs after polls

The move comes after months-long political dialogue held by the commission

1h ago