১ লাখ মেট্রিক টন সার আমদানির অনুমোদন

স্টার ফাইল ফটো

আগামী বোরো মৌসুমে কৃষকের চাহিদা অনুযায়ী সরবরাহের জোগান দিতে চলতি সপ্তাহেও ১ লাখ মেট্রিক টন ইউরিয়া ও ডিএপি সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

আজ বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্তে কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়।

এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে ৩০ হাজার মেট্রিক টন গ্র্যানুলার ইউরিয়া সার ২০৪ কোটি ৭২ লাখ ৮২ হাজার ৫৪৫ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি টন সারের মূল্য পড়বে ৬৩২ ডলার। আগে এর দর ছিল ৬৭৮ ডলার। কাতার থেকে একই দরে ৩০ হাজার মেট্রিক টন সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া, সৌদি আরব থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার ৩০৯ কোটি ৭৭ লাখ ৯৬ হাজার টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এর মূল্য পড়বে প্রতি টন ৭২৬ ডলার। আগে এর দর ছিল ৮৬৬ ডলার।

বৈঠক শেষে ভার্চুয়াল ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান এসব তথ্য জানান।

Comments

The Daily Star  | English

Fire breaks out at building in Mirpur's Kalshi

Cause of the fire could not be known immediately

46m ago