বেসরকারি প্রতিষ্ঠানে ভেটেরিনারি চিকিৎসক হিসেবে যোগ দেবেন দুদকের সাবেক কর্মকর্তা শরীফ উদ্দিন

শরীফ উদ্দিন। ফাইল ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের সাবেক উপ-সহকারী পরিচালক (ডিএডি) শরীফ উদ্দিন তাকে চাকরির প্রস্তাব দেওয়া প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, শীঘ্রই একটি বেসরকারি প্রতিষ্ঠানে ভেটেরিনারি চিকিৎসক হিসেবে যোগ দেবেন তিনি।

শরীফ উদ্দিন ২০১১ সালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ভেটেরিনারি মেডিসিনের ডক্টর থেকে মেজর হন।

২০১৪ সালে দুর্নীতি দমন কমিশনে যোগদানের আগে তিনি ৪ বছর ধরে বিভিন্ন ফিড কোম্পানিতে চাকরি করছিলেন।

গত ১৬ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন (সার্ভেন্টস) সার্ভিস রুলস-২০০৮ এর ৫৪ (২) ধারায় শরীফকে বরখাস্ত করে দুদক। এই ধারা অনুযায়ী, দুদক ৯০ দিনের নোটিশ জারি করে বা নগদ ৯০ দিনের বেতন দিয়ে যে কোনো কর্মকর্তাকে বরখাস্ত করতে পারে। তবে ভুক্তভোগীর আত্মরক্ষার অধিকার আছে।

দুদকে চাকরি হারানোর পর কিছুদিন চট্টগ্রামে ভাইয়ের দোকানে কাজ করেন এই সাবেক কর্মকর্তা। এই বিষয়ে প্রতিবেদক প্রকাশের পর শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। যারা তাকে চাকরির প্রস্তাব দিয়েছেন তাদের প্রতিও ধন্যবাদ জানান তিনি।

তিনি বলেন, 'গণমাধ্যম ও স্যোশাল মিডিয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স সমর্থনকারীদের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের কল্যাণে মহান আল্লাহ আমাকে দেশ ও বিদেশের অনেক সুনামধন্য প্রতিষ্ঠান তাদের সহকর্মী হিসেবে পেতে চাইছে। এটা আমার জন্য অত্যন্ত সম্মান ও গৌরবের।'

Comments

The Daily Star  | English

4 killed as bus rear ends truck, plunges into ditch in Sitakunda

Two passengers sent to the upazila health complex in critical condition

25m ago