মাদারীপুরে আগুনে পুড়ে ২ শিশুর মৃত্যু

Madaripur
স্টার অনলাইন গ্রাফিক্স

মাদারীপুরে বাড়িতে লাগা আগুনে পুড়ে ২ ভাইয়ের মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুদের মধ্যে একজনের বয়স দেড় বছর ও অন্যজনের বয়স আড়াই বছর।

আজ সোমবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে পুড়ে যাওয়া বাড়িটি বাইরে থেকে বন্ধ করা ছিল।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী মুঠোফোনে দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।

মারা যাওয়া দুই ভাইয়ের নাম রুদ্র বৈদ্য ও মানব বৈদ্য। বাবা-মায়ের সঙ্গে তারা একটি বাড়িতে ভাড়া থাকতেন।

ওসি মনোয়ার হোসেন জানান, শিশু দুটির বাবা মানিকের বিরুদ্ধে একটি চুরির মামলায় কিছুদিন আগে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ১৫/২০ দিন আগে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

তিনি আরও বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি আজ সকালে শিশু দুটির মা পূর্ণিমা তার মাকে নিয়ে ঘরের বাইরে যান। এর কিছুক্ষণ পর স্থানীয়রা ঘরের চালা দিয়ে ধোঁয়া উঠতে দেখেন। এই সময় ঘরের ছিটকিনি লাগানো ছিল। সেই আগুনে পুড়ে ২ শিশুর মৃত্যু হয়। ঘটনার পর থেকে শিশুদের মা ও নানির খোঁজ পাওয়া যাচ্ছে না। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, শিশুদের মা পূর্ণিমা বাড়িতে আগুন দিয়ে থাকতে পারেন। তাদেরকে আটকের চেষ্টা চলছে।

Comments

The Daily Star  | English

Police to wear new uniforms from Nov 15 in metropolitan areas

Rab to continue wearing black for now, Ansar proposes changing the selected colour

32m ago