রূপনগরে গার্মেন্টস-কেমিক্যাল গোডাউনে আগুনে নিহত ৯

রাজধানীর রূপনগরের শিয়ালবাড়িতে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে নয়জন নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার বিকেলে ঘটনাস্থলে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
তিনি বলেন, আগুন লাগা গার্মেন্টসের দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পোশাক কারখানার পাশেই রাসায়নিকের গুদাম। সেখানে আগুন লাগে। সেখানে থেকে আসা ক্ষতিকর গ্যাসে এই মানুষগুলোর মৃত্যু হয়েছে। পরে তদন্ত করে বিস্তারিত জানা যাবে।
তিনি আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট কাজ করছে।
এর আগে ফায়ার সার্ভিসের মিডিয়া উইংয়ের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বেলা ১১টা ৪০মিনিটের দিকে তারা আগুন লাগার খবর পান। ফায়ার সার্ভিসের সদস্যরা ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান।
Comments