লক্ষ্মীপুরে নির্বাচন কার্যালয়ে আগুন, পুলিশ বলছে নাশকতা

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ের নিচতলার স্টোররুমে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, এটি নাশকতার ঘটনা।

গতকাল শুক্রবার রাত প্রায় ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অর্থ) রায়হান কাজেমী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, মাস্ক পরা এক যুবক কার্যালয়ের গেটের পশ্চিম পাশের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন। কিছুক্ষণের মধ্যেই স্টোররুমে আগুন জ্বলে ওঠে। এরপর তিনি আবার দেয়াল টপকে বেরিয়ে যান।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোসাইন জানান, মাস্ক পরিহিত ওই যুবক জানালার কাঁচ ভেঙে অথবা খুলে ভেতরে পেট্রোল ঢেলে আগুন লাগান। সে সময় কার্যালয়ের দারোয়ান হামিম ভেতরে ঘুমিয়ে ছিলেন। আগুনের বিষয়টি টের পেয়ে তিনি চিৎকার করলে অভিযুক্ত যুবক পালিয়ে যায়।

এই ঘটনায় ২০০৮ ও ২০০৯ সালের ভোটারদের দ্বিতীয় ফরম পুড়ে গেছে। পাশাপাশি একটি অকেজো ডেস্কটপ, সিপিইউসহ কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি আরও জানান, ঘটনার খবর পেয়ে তিনি এবং জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে তদন্ত শুরু করেছেন এবং নিয়মিত নিরাপত্তা জোরদারের আশ্বাস দিয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুর রশিদ দ্য ডেইলি স্টারকে বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে শুক্রবার রাত ৩টা ৫৫ মিনিটের দিকে এক যুবক পেট্রোলের বোতল নিয়ে সীমানাপ্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেন। এরপর সদর কার্যালয়ের গুদামঘরে অগ্নিসংযোগ করে পালিয়ে যান। আগুনে কিছু নথিপত্র পুড়ে গেলেও সময়মতো বিষয়টি ধরা পড়ায় বড় ক্ষতি হয়নি।

অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য ডেইলি স্টারকে বলেন, এটি একটি নাশকতার ঘটনা। বিষয়টি তদন্তাধীন রয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

1d ago