বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিতে চায় আরব আমিরাত

প্রতীকী ছবি। স্টার ফাইল ছবি

বাংলাদেশ থেকে আরও দক্ষ অভিবাসী কর্মী নিতে চায় সংযুক্ত আরব আমিরাত।

আজ বুধবার দুবাইয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এবং সংযুক্ত আরব আমিরাতের হিউম্যান রিসোর্সেস অ্যান্ড এমিরাটাইজেশন মন্ত্রী আবদুর রহমান আব্দুল মান্নান আল আওয়ারের মধ্যে বৈঠক হয়। দ্বিপাক্ষিক এ বৈঠকে সংযুক্ত আরব আমিরাত এ আগ্রহ প্রকাশ করে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে উপসাগরীয় দেশটি বাংলাদেশ থেকে পেশাদার ব্যক্তি, প্রযুক্তিবিদ, নার্স  ও পরিচর্যাকারী নিয়োগে আগ্রহ দেখিয়েছে।

এ ছাড়া, শিগগির যৌথ কারিগরি কমিটির পরবর্তী বৈঠক আয়োজনের বিষয়ে উভয় পক্ষই সম্মত হয়েছে।

পাশাপাশি, বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের দক্ষতার সনদকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে কাজ করতে সম্মত হয়েছে ২ দেশ।

ইমরান আহমদ ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট-২০২৩ এ যোগ দিতে সংযুক্ত আরব আমিরাতে ৩ দিনের সফরে আছেন।

বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের অন্যতম প্রধান গন্তব্য সংযুক্ত আরব আমিরাত।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

9h ago