জাপান প্রবাসী বাবু ঢালীর মৃত্যু, বাংলাদেশিদের শোক

বাবু ঢালী। ছবি: সংগৃহীত

জাপান প্রবাসী বাংলাদেশি দ্বীন ইসলাম বাবু ঢালী মারা গেছেন। 

গতকাল বৃহস্পতিবার রাত ২টার দিকে জাপানের ইতামা প্রিফেকচারের সোকা সিটির দোককিও বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা যান তিনি।

দ্বীন ইসলাম বাবু ঢালী মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের শাসনগাও গ্রামের আব্দুল মজিদের ছেলে। ১৯৯০ সালে জাপান যান তিনি। সেখানে সাইতামা প্রিফেকচারের মিসাতো শহরে স্থায়ীভাবে বসবাস করতেন। তিনি প্রবাসীদের একটি সাংস্কৃতিক সংগঠনের অন্যতম সদস্য ছিলেন।

তার মৃত্যুতে জাপান প্রবাসীরা বাংলাদেশিরা শোক জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের অনেককেই তার মৃত্যুতে সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করতে দেখা যায়।

আজ শুক্রবার মাগরিব নামাজ শেষে মিসাতো মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। আগামীকাল দুপুরে জাপানের ইবারাকি প্রিফেকচারে মুসলিম কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

1h ago