বিনামূল্যে কন্টেন্ট ব্যবহারের দায়ে এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে জাপানি সংবাদমাধ্যমের মামলা

প্রতীকী ছবি: ইয়োমিউরি শিমবুন বনাম পারপ্লেক্সিটি
প্রতীকী ছবি: ইয়োমিউরি শিমবুন বনাম পারপ্লেক্সিটি

পাঠকসংখ্যার দিক দিয়ে জাপানের 'ইয়োমিউরি শিমবুন' বিশ্বের সবচেয়ে বড় সংবাদমাধ্যমের অন্যতম। সম্প্রতি সংবাদমাধ্যমটি যুক্তরাষ্ট্র ভিত্তিক এআই প্রতিষ্ঠান পারপ্লেক্সিটির বিরুদ্ধে বড়সড় অভিযোগ এনেছে।

আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ইয়োমিউরি শিমবুনের অভিযোগ, ওই মার্কিন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠানের সার্চ ইঞ্জিন বিনামূল্যে তাদের কন্টেন্ট ব্যবহার করে যাচ্ছে।

এই মর্মে গতকাল বৃহস্পতিবার মামলা দায়ের করেছে শিমবুন। সাম্প্রতিক সময়ে এ ভাবে মূল প্রতিষ্ঠানকে না জানিয়ে কন্টেন্ট ব্যবহার করার দায়ে বেশ কয়েকটি এআই প্রতিষ্ঠান আইনি ঝামেলায় জড়িয়েছে।

এটাই জাপানের কোনো সংবাদমাধ্যমের এ ধরনের প্রথম উদ্যোগ।

পারপ্লেক্সিটির বিরুদ্ধে তাদের অভিযোগ, 'প্রতিষ্ঠানটি সংবাদমাধ্যমের বিভিন্ন কনটেন্ট বিনামূল্যে ব্যবহার করে ফায়দা নিচ্ছে। কিন্তু সংবাদ সংগ্রহ ও কনটেন্ট তৈরিতে শিমবুনকে অনেক শ্রম ও অর্থ বিনিয়োগ করতে হয়েছে।''

শিমবুনের এক মুখপাত্র বলেন, 'এ ধরনের ঘটনায় নির্ভুল-নিখুঁত সাংবাদিকতার ধ্যানধারণায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। এতে গণতন্ত্রের ভিত নড়ে যেতে পারে।'

টোকিওতে দায়ের করা মামলায় ১৪ হাজার ৭ মিলিয়ন ডলার (দুই দশমিক দুই বিলিয়ন ইয়েন) ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।

জাপানি সংবাদমাধ্যম ইয়োমিউরি শিমবুনের ওয়েবসাইট। ছবি: স্ক্রিণশট
জাপানি সংবাদমাধ্যম ইয়োমিউরি শিমবুনের ওয়েবসাইট। ছবি: স্ক্রিণশট

ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে বিনা অনুমতিতে ও কোনো ধরনের পারিশ্রমিক না দিয়ে শিমবুনের এক লাখ ২০ হাজার প্রতিবেদনের তথ্য ব্যবহারের অভিযোগে এই ক্ষতিপূরণ চেয়েছে সংবাদমাধ্যমটি।

ক্ষতিপূরনের মধ্যে বিজ্ঞাপন থেকে 'না পাওয়া অর্থও' ধরা হয়েছে।

সংবাদমাধ্যমটির মতে, পারপ্লেক্সিটির ইউজাররা শুধু সার্চ সামারিতে ক্লিক করেন—তারা মূল ওয়েবসাইটের লিংকে (শিমবুনের) ক্লিক করেন না। যার ফলে সাইটে থাকা বিজ্ঞাপনও দেখেন না তারা আর সেখান থেকে কোনো অর্থও পায় না শিমবুন।

শিমবুনের দৈনিক পাঠকের সংখ্যা ৬০ লাখ। ২০১০ সালে এটি এক কোটি ছিল। ঐ সংবাদমাধ্যমে প্রায় আড়াই হাজার সাংবাদিক কাজ করেন।

তাৎক্ষণিকভাবে পারপ্লেক্সিটি এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এআই সার্চ ইঞ্জিন পারপ্লেক্সিটি। ছবি: স্ক্রিণশট
এআই সার্চ ইঞ্জিন পারপ্লেক্সিটি। ছবি: স্ক্রিণশট

ওয়াল স্ট্রিট জার্নাল ও নিউ ইয়র্ক পোস্ট অক্টোবর একই ধরনের মামলা দায়ের করার পর পারপ্লেক্সিটি বিষয়টির সমালোচনা করে বলে, গণমাধ্যমগুলো 'শত্রুতামূলক আচরণ' করছে এবং তারা 'অদূরদর্শী, অপ্রয়োজনীয় ও নিজেদের ক্ষতি হয় এমন কাজ করছে'। 

'তারা এমন এক বিশ্বে থাকতে চায় যেখানে প্রকাশিত সংবাদের মালিকানা কর্পোরেশনের হাতে থাকবে এবং কেউ জনসম্মুখে প্রকাশিত তথ্য ব্যবহার করতে চাইলেও তাদেরকে অর্থ ব্যয় করতে হবে।'

'আমাদের সবার উচিত কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা, যাতে মানুষ অসামান্য, নতুন সব টুল এনে দেওয়া যায়, যা প্রকৃত অর্থে ব্যবসায়িক কার্যক্রমকে আরও সামনে নিয়ে যেতে পারে।'

 

Comments

The Daily Star  | English
foreign travel rules for government officials Bangladesh

Advisers, secretaries flouting foreign travel rules

CA upset over repeated violations; officials urged to follow directives ahead of election

2h ago