চট্টগ্রাম সিটির মেয়র পদক পেলেন বিদ্যুৎ বড়ুয়া

পুরস্কার নিচ্ছেন ডা. বিদ্যুৎ বড়ুয়া। ছবি: সংগৃহীত

যুব আইকন ক্যাটাগরিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের 'মেয়র পদক ২০২২ যুব আদর্শ সম্মাননা' পেয়েছেন চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ডা. বিদ্যুৎ বড়ুয়া।

গতকাল সোমবার চট্টগ্রামের আর্থসামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ৫ ক্যাটাগরিতে 'মেয়র পদক ২০২২' সম্মাননা দেওয়া হয়। মেয়র পদকের যুব আইকন ক্যাটাগরিতে এই সম্মাননা পান ডা. বিদ্যুৎ বড়ুয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী।

Comments

The Daily Star  | English

Unhealthy lifestyle, stress fuelling diabetes surge

According to the IDF, about 1.38 crore people in Bangladesh have diabetes.

9h ago