লালমনিরহাট

গরমে রেললাইন বেঁকে ট্রেন লাইনচ্যুত, ৫ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ

ছবি: সংগৃহীত

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর রেলস্টেশনের কাছে কমিউটার ট্রেনের একটি কোচ লাইনচ্যুত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কোচটি লাইনচ্যুত হয়।

এতে লালমনিরহাটের সঙ্গে ঢাকা, কুড়িগ্রাম, রংপুর, বগুড়া, সান্তাহার ও পার্বতীপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সন্ধ্যা ৬টার দিকে সাড়ে ৫ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

কমিউটার ট্রেনটি রংপুর থেকে লালমনিরহাটে যাচ্ছিল। এ ঘটনায় কোনো যাত্রী আহত হননি।

লালমনিরহাট রেলওয়ে স্টেশন মাস্টার নুরুন্নবী সরকার দ্য ডেইলি স্টারকে বলেন, 'স্টেশনের কাছেই যাত্রীবাহী ট্রেনটির শেষ বগিটি লাইনচ্যুত হয়েছে। স্টেশনের কাছে হওয়ায় ট্রেনটির গতি ধীর ছিল। কোনো যাত্রী আহত হননি। দুপুর থেকে লালমনিরহাটের সঙ্গে বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।'

লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় কমার্শিয়াল অফিসার (ডিসিও) আব্দুল্লাহ আল মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রচণ্ড গরমে লাইন বেঁকে যাওয়ার কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছে। উদ্ধারকর্মীরা বেঁকে যাওয়া রেললাইন মেরামত করছেন এবং রেল যোগাযোগ চালুর চেষ্টা করছেন।'

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

8h ago