শিবগঞ্জ সীমান্তে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

ছাত্রদলের কর্মীসভায় ককটেল বিস্ফোরণ
নাচোলে ছাত্রদলের কর্মীসভায় ককটেল বিস্ফোরণ, ২ পুলিশ আহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চকপাড়া সীমান্তে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ রোববার ভোরে চকপাড়া সীমান্তের ১৮৩/৪ এস নম্বর পিলার এলাকা থেকে বাংলাদেশের প্রায় ১০০ গজ ভেতরের চকপাড়ার জামতলা ব্রিজের পাশ থেকে সাদিকুর রহমান (৩৫) নামে মরদেহ উদ্ধার করা হয়।

সাদিকুর শিবগঞ্জ উপজেলার মোল্লাটোলার-উপ চকপাড়া গ্রামের তৈমুর রহমানের ছেলে।

রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে বিজিবি সদস্যরা সাদিকুরের মরদেহ সকালে উদ্ধার করে। পরে পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

বিজিবি অধিনায়ক আরও বলেন, বিএসফের কোনো গুলির আওয়াজ শোনা যায়নি। আমরাও কোনো গুলি চালাইনি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, চোরাকারবারিদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন সাদিকুর।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের আহমেদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments

The Daily Star  | English
LC opening for Ramadan commodities rises in January

BB relaxes LC margin rules for essential imports ahead of Ramadan

The relaxed LC margin facility will remain effective until March 31, 2026

1h ago