ঘুমধুম-তুমব্রু সড়কে অবিস্ফোরিত বোমা

অবিস্ফোরিত বোমা
তুমব্রু বাজারের আগে সড়কে বোমা রেখে জনসাধারণ ও যান চলাচল বন্ধ করে দিয়েছে বিজিবি। ছবি: নাইমুর রহমান/স্টার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্তের ধানখেত থেকে একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়েছে।

নিরাপত্তার স্বার্থে বোমাটি ঘুমধুম-তুমব্রু সড়কে রেখে ওই সড়কে চলাচল বন্ধ করে দিয়েছে বিজিবি।

বিজিবি এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নিচ্ছে বলে ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন। 

তিনি বলেন, 'এলাকাবাসী আমাদের ঘটনাটি জানিয়েছে। বিজিবি ব্যবস্থা নিচ্ছে।'

স্থানীয়রা জানায়, আজ শুক্রবার দুপুর ২টার দিকে ধানখেতে বোমা সদৃশ বস্তু দেখতে পায় ১৭ বছর বয়সী এক কিশোর। পরে সে বোমাটি নিয়ে এসে বিজিবির কাছে হস্তান্তর করে।

কিশোর ইয়াসিন আরাফাত বাবু ডেইলি স্টারকে বলে, 'সীমান্ত ঘেঁষা ধানখেতে কাজ করা অবস্থায় এক নারী আমাকে বোমাটি দেখান। আমি সেটি উঠিয়ে নিয়ে এসে বাড়ির পাশের ঘুমধুম বিজিবি চেকপোস্টে দেই।'

চেকপোস্টে দায়িত্বরত এক বিজিবি সদস্য ডেইলি স্টারকে বলেন, 'দুপুর ২টার পর এক কিশোর বোমাটি আমাদের কাছে নিয়ে আসে। পরে আমরা নিরাপত্তার জন্য সেটি সড়কের পাশে খালি জায়গায় রেখে সড়কটিতে চলাচল বন্ধ করে রেখেছি।'

'তুমব্রু বিওপিতে জানানো হয়েছে, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন,' বলেন ওই বিজিবি সদস্য।

স্থানীয় পশ্চিমকুল এলাকার বাসিন্দা ইসমত হোসেন ডেইলি স্টারকে বলেন, 'এরকম বোমা আরও থাকতে পারে। মিয়ানমার থেকে বিজিপি সদস্যরা পালিয়ে আসার সময় এ ধরনের অস্ত্র নিয়ে আসতে পারে।'

 

Comments

The Daily Star  | English

'Tarique’s candidacy implies he is a Bangladeshi citizen'

Questioning whether he is a voter ‘irrelevant’, says Attorney General Asaduzzaman

30m ago