বান্দরবানে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

বান্দরবানের আলীকদমে নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার অভিযুক্ত মো. আয়াসকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, শিশুটি তার বাড়িতে একা থাকার সুযোগে অভিযুক্ত ব্যক্তি তাকে ধর্ষণ করে। পরে পরিবারের সদস্যরা বাড়ি ফিরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি দেখে থানায় অভিযোগ করেন।

স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

বান্দরবান সদর থানার উপপরিদর্শক (এসআই) ত্রিরতন বড়ুয়া জানান, শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। গ্রেপ্তারকৃত ব্যক্তি পুলিশ হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Comments

The Daily Star  | English
foreign exchange reserves drop

Gross forex reserves cross $32b after 32 months

Experts give the credit to higher remittance earnings and export growth

23m ago