শিশু ধর্ষণের অভিযোগে ডিএমপি কনস্টেবল কারাগারে

গ্রেপ্তার রুহুল আমিন। ছবি: স্টার

শিশু ধর্ষণের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের কনস্টেবল মো. রুহুল আমিনকে (৪১) কারাগারে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার তাকে নারায়ণগঞ্জ আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ধানমন্ডি ট্রাফিক ডিভিশনে কর্মরত কনস্টেবল রুহুল আমিন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার রূপালী আবাসিক এলাকায় ভাড়া থাকেন।

রুহুল আমিনকে সোমবার সন্ধ্যায় শহরের চাষাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।

তিনি আরও জানান, শিশুটি ঢাকায় একটি বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করত। আজ সকালে তার চাচা ধর্ষণের অভিযোগে বন্দর থানায় মামলা করেন।

মামলার এজাহার ও প্রাথমিক তদন্তের বরাত দিয়ে ওসি লিয়াকত বলেন, সোমবার দুপুরে শিশুটি কলাবাগান এলাকায় কান্নাকাটি করছিল। এ সময় কনস্টেবল রুহুল আমিন তাকে নিয়ে বন্দরের বাসায় নিয়ে যান এবং ধর্ষণ করেন।
 

Comments

The Daily Star  | English

Farewell

Nation grieves as Khaleda Zia departs, leaving a legacy of unbreakable spirit

8h ago