৪ ঘণ্টা পর আখাউড়া দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক

পারাপার বন্ধ থাকার সময় অন্তত ১০০ যাত্রী অপেক্ষায় ছিলেন। ছবি: সংগৃহীত

চার ঘণ্টা বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক হয়েছে।

আজ মঙ্গলবার সকালে ভারতের আগরতলা ইমিগ্রেশনের সার্ভারে ত্রুটি দেখা দিলে যাত্রী পারাপার বন্ধ রাখা হয়।

আখাউড়া ইমিগ্রেশন পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোরশেদুল হক দ্য ডেইলি স্টারকে জানান, সকাল আটটার আগে ১২ জন যাত্রী ভারতে প্রবেশের পর আগরতলা ইমিগ্রেশন কর্তৃপক্ষ যাত্রী পারাপার স্থগিত করতে অনুরোধ করে। পরে দুপুর সোয়া ১২টায় সার্ভার ঠিক হলে পুনরায় যাত্রী পারাপার শুরু হয়। তবে আগরতলা থেকে ফ্লাইটে যারা অন্য কোনো গন্তব্যে যাওয়ার ছিলেন, বিশেষ ব্যবস্থায় তাদের যাওয়ার সুযোগ করে দেওয়া হয়।

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর মো. খাইরুল ইসলাম ডেইলি স্টারকে জানান, আগরতলা ইমিগ্রেশন প্রান্ত থেকে সকাল সাড়ে ১০টার দিকে ফ্লাইটের টিকিটধারী যাত্রীদের পাঠাতে বলা হয়। দুপুর সোয়া ১২টায় তাদের সার্ভার ঠিক হলে পুনরায় যাত্রী পারাপার শুরু হয়।

Comments

The Daily Star  | English

‘You opposed the Liberation War, don’t oppose election now’

Fakhrul urges Jamaat to 'respect people's will'; blames interim govt for deepening political crisis

14m ago