হিমাচলে পাহাড় ধসে বাসচাপায় নিহত বেড়ে ১৫

ভারতের হিমাচল প্রদেশে পাহাড় ধসে বাসচাপার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। এখনো এক শিশুর খোঁজ পাওয়া যায়নি। রয়টার্স এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় দুই শিশু আহত হয়েছে বলে সংবাদ সংস্থা এএনআইকে জানান জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) সহকারী কমান্ড্যান্ট করম সিং।
প্রাদেশিক উপ-মুখ্যমন্ত্রী মুকেশ আগ্নিহোত্রী বুধবার এক্স হ্যান্ডলে এক পোস্টে লেখেন, এই ভয়াবহ দুর্ঘটনায় ১৫ জনের প্রাণ গেছে। এর মধ্যে ৯ জন পুরুষ, ৪ জন নারী এবং ২ জন শিশু রয়েছে। এ ছাড়া দুই শিশু আহত হয়েছে। একজনের সন্ধান এখনো চলছে।
এএনআইয়ের প্রকাশিত ভিডিওচিত্রে দেখা যায়, পাহাড়ি সড়কে পড়ে আছে বাসের ধ্বংসাবশেষ, আর উদ্ধারকর্মীরা ভূমিধসে চাপা পড়া ১৮ জনকে উদ্ধারের জন্য ধ্বংসস্তূপে অনুসন্ধান চালাচ্ছেন।
আরেক ভিডিওতে দেখা যায়, কিছু উদ্ধারকর্মী ভারী যন্ত্রপাতির সাহায্যে মাটি সরাচ্ছেন, অন্যরা কাদায় ভেজা জিনিসপত্রের মধ্যে খুঁজে দেখছেন।
পুলিশ কর্মকর্তা সন্দীপ ধাওয়াল এএনআইকে জানান, এই ঘটনার মূল কারণ হলো গত দুই দিন ধরে এই অঞ্চলে চলমান ভারী বৃষ্টি।
Comments