আগামী বছর হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার বাংলাদেশি

কাবা শরীফের সামনে জমায়েত হয়েছেন হজযাত্রীরা। ছবি: এএফপি
কাবা শরীফের সামনে জমায়েত হয়েছেন হজযাত্রীরা। ছবি: এএফপি

কোন দেশ থেকে কতজন ২০২৫ সালে হজ পালন করতে যেতে পারবেন, তার তালিকা প্রকাশ করেছে সৌদি আরব। 

সে অনুযায়ী বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে যেতে পারবেন।

আজ রোববার হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এ তথ্য জানিয়েছে।

হাব সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম জানান, কতজন সরকারি ব্যবস্থাপনায় এবং কতজন বেসরকারি হজ ব্যবস্থাপনায় হজ করবেন, সরকার পরে তা জানাবে।

ধর্ম মন্ত্রণালয় ও হাব বেসরকারি ও সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করবে।

২০২৪ সালে বাংলাদেশের জন্য হজের কোটা ছিল এক লাখ ২৭ হাজার। তবে মোট ৮৫ হাজার ১১২ জন বাংলাদেশি হজ পালন করেছেন।

হজ অফিসের পরিসংখ্যান অনুযায়ী, এবার সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৮২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮০ হাজার ৬৩০ জন হজ পালন করেছেন।

Comments

The Daily Star  | English

Hundreds feared dead after 6.0 magnitude earthquake strikes Afghanistan

Hundreds of injured were taken to hospital, said Najibullah Hanif, the provincial information head

3h ago