হজের খরচ কমছে, দুদিনের মধ্যে ঘোষণা: ধর্ম উপদেষ্টা

ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি: সংগৃহীত

এ বছর হজের খরচ কমছে এবং হজের খরচ কত হবে তা দুদিনের মধ্যে ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

তিনি বলেন, 'আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা অল্পদিনের দায়িত্ব পেয়েছি। ধর্ম মন্ত্রণালয়ের অধীনে আমরা হজের প্যাকেজ নিয়ে কাজ করছি। ২০২৫ সালের জুন মাসে যে হজ অনুষ্ঠিত হবে সেখানে যেন বাংলাদেশের মানুষ সুন্দরভাবে হজ করতে পারেন, তাদের যেন খরচ কম হয় সেই চেষ্টা করছি দিন-রাত।'

তিনি আরও বলেন, 'আমি নিজে হজ করেছি কয়েকবার। অনেক কিছু জানা আছে। আমি চেষ্টা করছি, কীভাবে সব করলে খরচ কম হবে। ডলারের দাম বৃদ্ধির কারণে রিয়ালের দাম বেড়েছে। এ জন্য সমস্যা হচ্ছে কিছুটা। আমি নিজে মক্কা-মদিনা সফর করেছি, সে দেশের মন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তারপর দেশে ফিরে বিমানের সঙ্গে বসেছি, বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে বসেছি। এনবিআরের সঙ্গে বসে আলোচনা করে দুই ক্যাটাগরিতে হজ প্যাকেজ নির্ধারণ করেছি।'

আজ সোমবার রাত ৮টার দিকে দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় আমতলী উচ্চ বিদ্যালয় মাঠে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হজ প্যাকেজের বিষয়ে ধর্ম উপদেষ্টা বলেন, 'মক্কা থেকে একটি কাছের প্যাকেজ, আরেকটি আড়াই কিলোমিটার দূরে—যাতে হাজিদের কষ্ট না হয়। হাজিদের জন্য ৮০ জন অভিজ্ঞ ডাক্তার, ২০০ নার্স ও এক কোটি টাকার ওষুধ সরবরাহ করা হবে। ইনশাল্লাহ, আমি নিজেও হজে উপস্থিত থাকবো এবং দেখবো হাজিদের কোনো সমস্যা না হয়।'

খালিদ হোসেন আরও বলেন, 'আমরা দায়িত্ব নেওয়ার পর যে অর্থনীতি পেয়েছি, সেখানে সিন্দুকের তালা নেই। খালি সিন্দুক। দেশে পাঁচ শতাধিক মডেল মসজিদ তৈরি করা হচ্ছে। এর মধ্যে কিছু মসজিদের কাজ শেষ হয়েছে। এখনো অধিকাংশ মসজিদের কাজ চলমান।'

এসব মসজিদের অর্থায়নের বিষয়ে তিনি বলেন, 'আপনাদের আমি জানিয়ে দিতো চাই, এটা সম্পূর্ণ বাংলাদেশ সরকারের টাকায় নির্মিতি হচ্ছে। সৌদি আরব যে অর্থ দিতে চেয়েছিল, কোনো কারণে সেটা দেয়নি। এখানে কোনো অনিয়ম করা চলবে না। কিছু কিছু মসজিদের ছাদ থেকে পানি পড়ছে। আমি নিজে কয়েকদিন আগে কুমিল্লার একটি মডেল মসজিদ পরিদর্শন করে দেখেছি, বৃষ্টির সময় ছাদ দিয়ে পানি পড়ছে।'

'তদন্ত কমিটি করে দিয়েছি। যারা এসব অন্যায়ের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে—সে যেই হোক। এখন যে মডেল মসজিদগুলোর কাজ চলছে, সেগুলোতে কোনো অনিয়ম হলে আমাকে জানাবেন, আমি তদন্ত কমিটি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Hopes run high as DU goes to vote today

The much-anticipated Ducsu and hall union elections are set to be held today after a six-year pause, bringing renewed hope for campus democracy.

3h ago