হজ নিবন্ধন শেষ হচ্ছে আজ, প্যাকেজ সংশোধনে আলোচনা নেই

বক্তব্য রাখছেন ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

হজ নিবন্ধন কার্যক্রম আজই শেষ হবে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম।

আজ বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

মতিউল ইসলাম বলেন, 'হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটিতে ৩১টি মন্ত্রণালয়ের সচিব পদমর্যাদার কর্মকর্তারা আছেন। আমাদের প্রতিমন্ত্রীও আছেন। আমরা যে তথ্য-উপাত্ত উপস্থাপন করেছি সেটি বিচার-বিশ্লেষণ করে কমিটিতে হজ প্যাকেজ অনুমদিত হয়েছে।'

'হজ প্যাকেজ সংশোধন হওয়ার বিষয়টি আমাদের পর্যায়ে নিষ্পত্তিযোগ্য না। আর এই বিষয়ে আমাদের কোনো আলোচনাও নেই বা এখন হজ প্যাকেজ সংশোধনের কোনো কথা আমাদের মধ্যে নেই,' বলেন তিনি।

হজ নিবন্ধন কার্যক্রম আজই শেষ হবে জানিয়ে তিনি আরও বলেন, 'আজকে যত রাত হোক, হজের নিবন্ধন কার্যক্রম চলছে, যারা আজকে টাকা জমা দেবেন, রাত হলেও ব্যাংকে গেলে টাকা জমা দিতে পারবেন, সময় শেষ হওয়ার পরে দেখব আমরা কোন পর্যায়ে যাই। পরে বিষয়টি পর্যালোচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা সিদ্ধান্ত নিতে চাই।'

Comments

The Daily Star  | English

Nepal's Sushila Karki takes oath of office as PM

Karki will lead the political transition in the Himalayan nation after deadly anti-corruption protests

13m ago