‘লংমার্চ টু ঢাকা’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি

রোববার শাহবাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ছাত্র-জনতার সমাবেশে আন্দোলনকারী-ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চত্বরে গাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। ছবি: আনিসুর রহমান/স্টার

এক দফা দাবিতে আগামী দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আগামীকাল সোমবার সারাদেশে যেসব এলাকায় আন্দোলনকারীরা নিহত হয়েছে সেখানে 'শহীদ স্মৃতিফলক উন্মোচন' এবং মঙ্গলবার 'লংমার্চ টু ঢাকা' কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

আগামীকাল সকাল ১১টায় রাজধানীর শাহবাগে শ্রমিক সমাবেশ এবং বিকেল ৫টায় শহীদ মিনারে নারী সমাবেশের ডাক দেওয়া হয়েছে।

এছাড়া সারাদেশে বিক্ষোভ ও গণঅবস্থান কর্মসূচি চলবে বলে জানানো হয়েছে।

আগামী মঙ্গলবার 'লংমার্চ টু ঢাকা' কর্মসূচিতে সারাদেশের ছাত্র-নাগরিক-শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

'ছাড়তে হবে ক্ষমতা ঢাকায় আসো জনতা' স্লোগানে সারাদেশের ছাত্র-জনতাকে দুপুর ২টায় শাহবাগে জমায়েতের ডাক দেওয়া হয়েছে।

সব এলাকায়, পাড়ায়, গ্রামে, উপজেলা, জেলায় ছাত্রদের নেতৃত্বে 'সংগ্রাম কমিটি' গঠনের আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এক বিবৃতিতে অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, 'যদি ইন্টারনেট ক্র্যাকডাউন হয়, আমাদেরকে গুম, গ্রেপ্তার, খুনও করা হয়, যদি ঘোষণা করার কেউ নাও থাকে একদফা দাবিতে সরকার পতন না হওয়া পর্যন্ত সবাই রাজপথ দখলে রাখবেন এবং শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন অব্যাহত রাখবেন।'

বিকেলে একদিন এগিয়ে আগামীকাল সোমবার থেকে 'মার্চ টু ঢাকা' কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

সমন্বয়কদের তিনজন আসিফ মাহমুদ, সারজিস আলম ও আবু বাকের মজুমদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

তারা জানিয়েছেন, শাহবাগে আজকের সমাবেশ থেকে বিকেলে পরিবর্তিত এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Sack on head, OC’s quick move amid fire wins praise

Video goes viral; Gazipur warehouse blaze contained

36m ago