সায়েন্স ল্যাব মোড়ে বিক্ষোভ, কিছু সময় বন্ধ ছিল যান চলাচল

সায়েন্স ল্যাব মোড়ে বিক্ষোভকারীদের অবস্থান। ছবি: স্টার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 'প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল' কর্মসূচির ডাকে সাড়া দিয়ে শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিল ও সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের প্রতিবেদক জানান, শুক্রবার জুমার নামাজের পরপরই রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ের বায়তুল মামুর জামে মসজিদের সামনে থেকে মিছিল বের করেন তারা।

মিছিলটি কিছুক্ষণ সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান করে। পরে সেখান থেকে মিছিল নিয়ে মাল্টিপ্ল্যান মার্কেটের সামনে গিয়ে কয়েক মিনিট স্লোগান দেন আন্দোলনকারীরা।

পাঁচশ'র বেশি আন্দোলনকারীদের অবস্থানের কারণে সায়েন্স ল্যাব মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিকেল সোয়া ৩টা পর্যন্ত বিক্ষোভকারীরা সেখানে অবস্থান করেন।

ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শীরা জানান, আজ জুমার নামাজের আগেই সায়েন্স ল্যাব এলাকায় পুলিশের গাড়ি ও সাঁজোয়া যানের অবস্থান ছিল। ধানমন্ডির স্টার হোটেলের সামনে বিজিবির একটি গাড়িও দেখা যায়।

দুপুর থেকেই সায়েন্স ল্যাব মোড়ে বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতি ছিল। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে তারা 'ভুয়া', 'ভুয়া' বলে স্লোগান দেন। তবে পুলিশ কোনো প্রতিক্রিয়া দেখায়নি।

উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল কাদের গতকাল রাতে তাদের নয় দফা দাবি আদায়ের জন্য জুমার নামাজের পর গণমিছিলসহ আজকের নতুন কর্মসূচি ঘোষণা করেন।

সব মসজিদ, মন্দির ও গির্জায় নিহত ছাত্রদের জন্য প্রার্থনা করার আহ্বান জানান তিনি। এসময় তিনি বাংলাদেশের সব নাগরিককে এ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।

Comments

The Daily Star  | English

Ignore Gen Z at your peril, experts tell Nepal govt

Prominent personalities warn government and parties not to dismiss the demands of youths

2h ago