ভাঙা সড়ক সংস্কারের কাজে শিক্ষার্থীরা

সড়ক সংস্কারের কাজে শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হয়েছেন স্থানীয়রাও। ছবি: এস দিলীপ রায়/স্টার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্থানীয়দের সঙ্গে নিয়ে ভাঙা সড়ক সংস্কারের কাজে হাত দিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল শনিবার দুপুর থেকে ফুলবাড়ী সদর ইউনিয়নের হেলিপ্যাড এলাকা থেকে এই কাজ শুরু করেন তারা।

এই কাজের অংশ হিসেবে হেলিপ্যাড এলাকার এবড়োখেবড়ো সড়কে বালুভর্তি জিও ব্যাগ ফেলা হয়।

স্থানীয়রা বলছেন, হেলিপ্যাড এলাকার সড়ক দিয়ে বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়াসহ ১০-১২টি গ্রামের কয়েক হাজার মানুষ উপজেলা সদরে যাতায়াত করেন। দুই সপ্তাহ আগে প্রবল বর্ষনে সড়কটির বিভিন্ন জায়গা ভেঙে গিয়ে ছোট-বড় অসংখ্য গর্ত তৈরি হয়। এতে যানবাহন ও পথচারী চলাচলে ভোগান্তি বাড়ে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও কোনো সমাধান আসেনি।

শিক্ষার্থীদের সড়ক সংস্কারের কর্মকাণ্ডে মুগ্ধ এলাকার কৃষক মোবারক আলী মনে করেন, শিক্ষার্থীরা যদি এভাবে জনকল্যাণে নিবেদিত থাকেন, তাহলে দেশ দ্রুত উন্নতি করবে।

ষাটোর্ধ্ব এই ব্যক্তি বলেন, 'আমরাও ছাত্রদের পাশে দাঁড়িয়েছি। ওদের কাজ দেখে দেশের প্রতি আরও ভালোবাসা অনুভব করছি এখন।'

শফিকুল ইসলাম নামে এক কাজে যুক্ত এক শিক্ষার্থী জানান, এলাকাবাসীর সহযোগিতা নিয়ে তারা একসঙ্গে ১৮-২০ জন কাজ করছেন। যতদিন পর্যন্ত এলাকার সড়কগুলোর সংস্কারের কাজ শেষ না হয় ততদিন পর্যন্ত তাদের এই অভিযান চলবে।

Comments

The Daily Star  | English

Bangladesh needs more dynamic Islamic discourse

Recently, on the occasion of the birth anniversary of Roquiah Sakhawat Hossein, popularly called Begum Rokeya, a university teacher of physics—one of the most advanced and vital subjects of modern education—has reportedly referred to her as a "murtad" and "kafir."

7h ago