সবজি খামারে যাওয়ার পথে গুলিবিদ্ধ রোয়াংছড়ির সেই নারীর মৃত্যু

পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার রাতে মারা যান উমেপ্রু। ছবি: সংগৃহীত

বান্দরবানের রোয়াংছড়িতে সবজি খামারে যাওয়ার পথে হঠাৎ গুলিবিদ্ধ উমেপ্রু মারমা (৩৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিহতের ভাই উচনু মারমা দ্য ডেইলি স্টারকে জানান, চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর গতকাল শনিবার রাতে উমেপ্রু মারা গেছেন।

গুলিবিদ্ধের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে রোয়াংছড়ি থানা পুলিশ জানিয়েছে।

স্থানীয়রা জানায়, গত ১৩ জানুয়ারি সকালে শাক-সবজি সংগ্রহ করতে খামারে যাচ্ছিলেন উমেপ্রু। হঠাৎ তার পেটের বাম পাশে গুলি লাগে।

উমেপ্রু ভাই উচনু মারমা বলেন, 'সেদিন বিকেলে বোনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। পরে বুধবার তাকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। ওইদিনই তার অপারেশন হয় এবং পরে আইসিইউতে রাখা হয়।'

কে বা কারা তাকে গুলি করেছে বা কেন গুলি করা হলো তা এখনো জানা যায়নি।

পরিবার জানিয়েছে, নিহত উমেপ্রুর দুই মেয়ে। বড় মেয়ে নবম ও ছোট মেয়ে চতুর্থ শ্রেণিতে পড়ছে।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঘটনার পর থেকে অপরাধীদের শনাক্ত করতে তদন্ত চলমান। আগামীকাল মরদেহ সৎকারের পর পরিবারের সদস্যরা থানায় আসবেন বলে জানিয়েছেন। তখন বলা যাবে মামলা হবে কি না।'

Comments

The Daily Star  | English
salahuddin ahmed

Any proposal beyond signed July Charter must face referendum: Salahuddin

No imposed condition can undermine the sovereignty of the parliament, BNP leader says

27m ago