পর্যটকদের জন্য কাল খুলছে বান্দরবানের ৪ উপজেলা

বান্দরবান, লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, রোয়াংছড়ি, বান্দরবানে ভ্রমণ নিষেধাজ্ঞা,
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফ করেন বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন। ছবি: সংগৃহীত

বান্দরবানের চার উপজেলায় আগামীকাল বৃহস্পতিবার থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

আজ বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন।

তিনি বলেন, 'আগামীকাল বৃহস্পতিবার থেকে বান্দরবান সদর, লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার পর্যটন স্পটগুলো পর্যটকরা ভ্রমণ করতে পারবেন। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পর্যায়ক্রমে রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলার পর্যটন স্পটগুলোও খুলে দেওয়া হবে।'

তিনি আরও বলেন, 'পর্যটক ও পর্যটনশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কথা মাথায় রেখে আগামীকাল ৭ নভেম্বর থেকে জেলার সাতটি উপজেলার মধ্যে রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলা ছাড়া বাকি চারটি উপজেলায় সব পর্যটন স্পট থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে।'

পর্যটন স্পটগুলোতে যথাযথ নিরাপত্তার জোরদারে জেলা প্রসাশন, পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের টিম কাজ করবে বলে জানান তিনি।

জেলা প্রশাসক বলেন, 'পর্যটন স্পটগুলোতে যেন বর্জ্য ব্যবস্থাপনাসহ প্রাকৃতিক সৌন্দর্য ঠিক রাখতে জেলা প্রশাসন থেকে নিয়মিত তদারকি করা হবে। কোনো পর্যটন স্পট, হোটেল-মোটেল ও কটেজে পরিবেশ ধ্বংসের প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English

Millions mourn

The entire city stood in solemn tribute to Bangladesh’s first female prime minister yesterday.

6h ago