যে কারণে বাতিল হতে পারে বাংলা একাডেমি পুরস্কার ২০২৪

সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য গত বৃহস্পতিবার ২০২৪ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে। 

পরে গতকাল শনিবার বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সই করা এক নোটিশে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ এর পূর্বঘোষিত তালিকা স্থগিত করা হয়।

নোটিশে তিন কর্মদিবসের মধ্যে পুনর্বিবেচনার পর তালিকাটি পুনঃপ্রকাশ করার কথা জানানো হয়।

পুরস্কারপ্রাপ্তদের তালিকা স্থগিত করার সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ না করা হলেও আজ রোববার বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক (ডিজি) মোহাম্মদ আজম বলেন, ' তালিকার নাম থাকা কারও বিরুদ্ধে গণহত্যা ও জনবিরোধী রাজনীতিতে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে পুরস্কার বাতিল করা হবে।'

তিনি বলেন, 'বাংলা একাডেমি পুরস্কারের তালিকা প্রকাশের পর অভিযোগ ওঠায় তা স্থগিত করা হয়েছে, বাতিল হয়নি।'

এসময় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সেখানে উপস্থিত ছিলেন।

মোহাম্মদ আজম বলেন, 'সম্প্রতি বাংলা একাডেমি পুরস্কার ঘোষণা করা হয়েছে। আমরা বিভিন্ন মহল থেকে বিভিন্ন প্রতিক্রিয়া ও মতামত পেয়েছি। আমরা পুরো বিষয়টি বিবেচনায় নিয়েছি। ঘোষিত পুরস্কারপ্রাপ্তদের তালিকা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'আমরা এই তালিকা পর্যালোচনা করব। আমরা বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছি। প্রাথমিকভাবে, যদি আমরা অভিযোগ অনুযায়ী অতীতের গণহত্যা বা জনবিরোধী রাজনীতির সঙ্গে কারও সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাহলে আমরা অবশ্যই পুরস্কার বাতিল করব।'

'এটা নিয়ে কাজ করা কমিটিগুলো তখন প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। আমরা আশা করি তিন কার্যদিবসের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করব,' বলেন মোহাম্মদ আজম।

বাংলা একাডেমি সংস্কার কমিটি

মহাপরিচালক বলেন, বাংলা একাডেমির সামগ্রিক কার্যক্রম ও ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন মহলে অসন্তোষ রয়েছে। অনেক আগে প্রণীত বিদ্যমান আইন, বিধি ও নির্দেশিকা পুনর্মূল্যায়ন প্রয়োজন।

তিনি বলেন, 'সময়ের সীমাবদ্ধতার কারণে আমরা প্রাথমিকভাবে মার্চ মাসে এই প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা করেছিলাম। এখন আমরা এটি দ্রুত করার সিদ্ধান্ত নিয়েছি। খুব শিগগির আমরা একটি সংস্কার কমিটি গঠন করব যেন বুদ্ধিবৃত্তিক ও সৃজনশীল কর্মকাণ্ডে দক্ষদের পাশাপাশি আগ্রহীদের অন্তর্ভুক্ত করা হবে।'

'আমরা চাই এই কমিটি অন্তর্ভুক্তিমূলক হোক এবং বাংলা একাডেমিকে কীভাবে নতুন ধারণার সঙ্গে সংযুক্ত করা যায় এবং আরও দক্ষ করা যায় তার জন্য পুরো বিষয়টি পর্যালোচনা করব,' বলেন তিনি।

মোহাম্মদ আজম আরও বলেন, 'আমরা একটি কর্মপরিকল্পনা প্রস্তুত করছি এবং ইতোমধ্যে কাজ শুরু করেছি। আমরা আপনাদের জানাব।'


 

Comments

The Daily Star  | English

Blood Moon 2025: Dhaka witnesses total lunar eclipse

Astronomy enthusiasts and skywatchers gathered on rooftops and open spaces to witness the rare spectacle

4h ago