গাজীপুরে ৪ বাংলো: শেখ রেহানার পরিবারের বিরুদ্ধে তদন্তে দুদক

শেখ রেহানা
শেখ রেহানা। ছবি: সংগৃহীত

গাজীপুরে 'টিউলিপ'স টেরিটোরি'সহ শেখ রেহানার পরিবারের মালিকানাধীন চারটি বাংলোর খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব সম্পত্তির বৈধতা যাচাইয়ের জন্য কমিশন তদন্ত শুরু করেছে।

দুদকের একাধিক সূত্র দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছে।

যেহেতু তারা মালিক হিসেবে তালিকাভুক্ত, তাই রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিক এবং তার ভাই তারিক সিদ্দিকের বিরুদ্ধেও তদন্ত করা হবে। শেখ রেহানা, টিউলিপ সিদ্দিকসহ অন্যদের বিরুদ্ধে দুদকের চলমান তদন্তে এই অভিযোগ যুক্ত হবে।

দুদক সূত্র জানায়, গাজীপুরে শেখ রেহানার পরিবারের সদস্যদের মালিকানাধীন বেশ কয়েকটি রিসোর্ট এবং বাগানবাড়ির সন্ধান পাওয়া গেছে। অবসর সময় কাটানোর জন্য বিভিন্ন সময়ে এই সম্পত্তিগুলো কেনা হয়েছিল বলে জানা গেছে।

যুক্তরাজ্যে শেখ রেহানার মেয়ে টিউলিপের বিরুদ্ধে অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগ এবং পরবর্তীতে তার পদত্যাগের পর, দুদক বাংলাদেশে রেহানার পরিবারের সদস্যদের সম্পদের তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে উল্লেখযোগ্য সম্পদের সন্ধান পাওয়া গেছে।

Comments

The Daily Star  | English

Jamaat nominates Krishna Nandi for Khulna-1

Jamaat ameer announced the nomination on December 1, formal announcement made Wednesday

1h ago