রেহানা-পুতুল-জয়-ববির নামে ভবন ও ১১৭ কাঠা জমি বাজেয়াপ্তের নির্দেশ

রেহানা, পুতুল, জয় ও ববি। ছবি: সংগৃহীত

শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিকের মালিকানাধীন একটি ভবন ও ১১৭ কাঠা সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত।

এর মধ্যে ঢাকার বারিধারার ভবনটি পুতুলের মালিকানাধীন, যার বর্তমান মূল্য ৪ কোটি ৯৮ লাখ টাকা।

জমিগুলো রেহানা, জয়, ববি ও আজমিনার নামে এবং এগুলো গোপালগঞ্জ ও খুলনায় অবস্থিত, যার মোট বাজার মূল্য ১ কোটি ২৩ লাখ ৬১ হাজার ৫০০ টাকা বলে জানা গেছে।

দুর্নীতি মামলা দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এসব সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ দেন। 

দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুদকের উপপরিচালক মো. মনিরুল ইসলাম এ বিষয়ে আদালতে একটি আবেদন দাখিল করেন।

আবেদনে বলা হয়, রেহানা, জয়, পুতুল, ববি ও আজমিনা এসব সম্পদ স্থানান্তরের চেষ্টা করছেন।

গতকাল একই আদালত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে পুতুলের মালিকানাধীন ঢাকার গুলশানের একটি ফ্ল্যাট বাজেয়াপ্ত করার জন্য দুদককে নির্দেশ দেয়।

ফ্ল্যাটটি তদারকির জন্য একজন রিসিভার নিয়োগের আবেদনও মঞ্জুর করেন আদালত।

গত ২৭ এপ্রিল একই আদালত পূর্বাচল নিউ টাউনে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে  গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে কর্তৃপক্ষকে নির্দেশ দেয়।

দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া দুর্নীতি মামলায় শেখ পরিবারের সদস্যসহ ১৮ জনের বিরুদ্ধে ২৫ মার্চ অভিযোগপত্র দাখিল করেন। সেখানে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়।

Comments

The Daily Star  | English

Protesting NBR officials observe work abstention

Tax officials nationwide abstained, demanding NBR autonomy and specific reforms

26m ago