মুজিববর্ষ উদযাপন ও মুজিবের ভাস্কর্য নির্মাণে ৪ হাজার কোটি টাকা ব্যয়ের তদন্ত শুরু করল দুদক 

২০২০ সালের ১০ জানুয়ারি মুজিব বর্ষের লোগো উন্মোচন করছেন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিআইডি

মুজিববর্ষ উদযাপন ও সারাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০ হাজারের বেশি ম্যুরাল ও ভাস্কর্য নির্মাণে রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রায় চার হাজার কোটি টাকা ব্যয়ের অভিযোগের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

এই তদন্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানাসহ আরও অনেকের নাম রয়েছে।

বুধবার দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আখতারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জাতীয় কোষাগার থেকে মুজিববর্ষ উদযাপন ও শেখ মুজিবের ভাস্কর্য ও ম্যুরাল নির্মাণের নামে প্রায় চার হাজার কোটি টাকা অপব্যয় ও অনিয়মের অভিযোগ তদন্তে একটি সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

তদন্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও আরও কয়েকজনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ পর্যালোচনা করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

কমিটির প্রধান দুদকের উপপরিচালক (তদন্ত ও অনুসন্ধান-২) মো. মনিরুল ইসলাম। অপর সদস্যরা হলেন-সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া, মুবাশ্বিরা আতিয়া তমা, এস. এম. রাশেদুল হাসান, এ কে এম মর্তুজা আলী সাগর, মোহাম্মদ মনিরুল ইসলাম ও উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন। 

Comments

The Daily Star  | English

‘Polls delay risks return of autocracy’

Says Khandaker Mosharraf after meeting with Yunus; reiterates demand for election by Dec

2h ago