সাবেক ইবিএল চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে দুদক
ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) সাবেক চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরী ও তার পরিবারের ব্যক্তিগত এবং ব্যাংক হিসাব সংক্রান্ত নথিপত্র চেয়ে ইস্টার্ন ব্যাংক ও মিডল্যান্ড ব্যাংকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আখতারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
সম্প্রতি দুদকের অনুসন্ধান কর্মকর্তা ও উপপরিচালক মোস্তাফিজুর রহমান কমিশনের প্রধান কার্যালয়ে সংশ্লিষ্ট নথি সরবরাহের জন্য অনুরোধ পাঠান।
চিঠিতে শওকত আলী চৌধুরী, তার স্ত্রী, সন্তান এবং তাদের মালিকানাধীন কোনো প্রতিষ্ঠানের নামে খোলা ব্যাংক হিসাবের অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম, লেনদেন বিবরণী, জাতীয় পরিচয়পত্র, টিআইএন, পাসপোর্টের অনুলিপি ও অন্যান্য নথি দিতে বলা হয়েছে।
এছাড়া তাদের নামে করা সব ঋণ আবেদন, শাখার সুপারিশ, অনুমোদন সংক্রান্ত নথি ও ঋণ হিসাবের সম্পূর্ণ তথ্যও চেয়েছে দুদক। সাত কার্যদিবসের মধ্যে নথি পাঠানোর জন্য ব্যাংকগুলোকে অনুরোধ করা হয়েছে।
দুদক সূত্র জানায়, শওকত আলীর বিরুদ্ধে ১৪৬টি ব্যাংক অ্যাকাউন্টে ৮ হাজার কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনসহ একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে।


Comments