ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর, আগুন

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে জড়ো হয়ে ভাঙচুর করে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

ফেসবুকে ঘোষিত 'বুলডোজার মিছিল' কর্মসূচিকে কেন্দ্র করে আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হন।

সরেজমিনে দেখা যায়, রাত ৮টা ৫ মিনিটে জনতারা ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির ভেতরে ঢুকে যায় এবং ভাঙচুর শুরু করে।

'বুলডোজার মিছিল' কর্মসূচি থেকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে আগুন দেওয়অ হয়। ছবি: প্রবীর দাশ/স্টার

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এসএন নজরুল ইসলাম জানান, এই ধরনের কর্মসূচির সম্পর্কে তারা অবগত ছিলেন না।

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের প্রতিবেদক জানান, বাড়ির ভেতরে অন্তত ১০০-১৫০ লোক ঢুকে রড-হাতুড়ি দিয়ে ভাঙচুর করে। এ সময় বাইরে প্রায় ৫০০-৭০০ লোক 'ফাঁসি চাই, ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই', সারা বাংলায় খবর দে, মুজিববাদের কবর দে'সহ বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন।

ধানমন্ডি ৩২ নম্বরের মুখে মিরপুর রোডে শতাধিক পুলিশের একটি দল দেখা গেলেও ভাঙচুরের সময় তারা বাড়িটির দিকে এগোয়নি।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম ডেইলি স্টারকে বলেন, এ ধরনের কোনো কর্মসূচি বিষয়ে তাদের জানা ছিল না।

রাত ১০টার দিকে এই বাড়িটিতে আগুন দেওয়া হয় বলে সরেজমিনে দেখা যায়।

'বুলডোজার মিছিল' কর্মসূচি থেকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে আগুন দেওয়অ হয়। ছবি: প্রবীর দাশ/স্টার

শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে ফেসবুকে এই কর্মসূচির ডাক দেওয়া হয়। 'ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিল' শীর্ষক কর্মসূচিতে বলা হয়, 'হাজারো ছাত্র-জনতার ওপর গণহত্যা চালিয়ে দিল্লি পালিয়ে গিয়ে সেখান থেকে খুনি হাসিনার বাংলাদেশবিরোধী অপতৎপরতার প্রতিবাদে আজ রাত ৯টায় এই কর্মসূচি পালিত হবে।'

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। ওইদিন রাতেই ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল বিক্ষুব্ধ জনতা। এরপর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল।

Comments

The Daily Star  | English

Tug-of-war over water lily continues

The Election Commission and National Citizen Party remain locked in a heated debate over the party’s choice of electoral symbol, the water lily -- a dispute that began in June.

3h ago