জাতিসংঘের প্রতিবেদন

র‍্যাব-এনটিএমসি বিলুপ্ত ও বিজিবি-ডিজিএফআইয়ের কর্মকাণ্ড সীমিত করার সুপারিশ

ছবি: এএফপি

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্তির সুপারিশ করেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর কর্মকাণ্ড সীমিত করার সুপারিশ করা হয়েছে।

আজ বুধবার জুলাই অভ্যুত্থানের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন সংক্রান্ত ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। সেই সঙ্গে আরও বেশ কিছু সুপারিশ করেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়।

এর মধ্যে রয়েছে আনসার-ভিডিপির বেসামরিকীকরণের সুপারিশও।

এছাড়া জনগণের ওপর বেআইনি নজরদারি বন্ধ এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশনস মনিটরিং সেন্টার (এনটিএমসি) বিলুপ্ত করার এবং স্পষ্টভাবে নজরদারি নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন সংশোধনের সুপারিশ করা হয়েছে।

এছাড়াও ব্যক্তিক্রমি পরিস্থিতিতে দেশের ভেতরে সেনাবাহিনী মোতায়েনের সময় তা বেসামরিক প্রশাসনের অধীনে রাখার সুপারিশ করা হয়েছে।

পুলিশি নির্যাতন তদন্তের জন্য একটি স্বাধীন কমিশন গঠনের সুপারিশ করেছে জাতিসংঘের সংস্থাটি। সশস্ত্র বাহিনী ও বিজিবির জন্য অনুরূপ স্বাধীন জবাবদিহি ও বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার কথাও উঠে এসেছে প্রতিবেদনে।

Comments

The Daily Star  | English

Online recharge for metro rail cards now available

New digital top-up service aims to ease commuter queues and streamline metro and bus travel

2h ago